Logo
table-post
শরণখোলায় অগ্নিকাণ্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বসতবাড়ি পুড়ে ছাই
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
শরণখোলায় অগ্নিকাণ্ডে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল-রায়েন্দা গ্রামে। চাল-রায়েন্দা গ্রামের লাল মিয়া হাওলাদার (৬৮) পেশাগত কাজে সুন্দরবনে থাকায় বাড়ীতে তার স্ত্রী রাহেলা বেগম (৬০) একাই ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা উপলব্ধি করে তার ঘুম ভাঙলে তিনি চোখের সামনে বাড়ীঘর পুড়তে দেখেন। শুরুতে ঘরের সাথে লাগোয়া রান্নাঘরে আগুন লাগায় প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে পৌঁছালে টানা ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে রাহেলা বেগম বলেন, বাড়ীতে নগদ পাঁচ লক্ষ টাকা, ছেলের স্ত্রীদের স্বর্ণ, মেয়ের বাড়িতে পাঠানোর জন্য কেনা আসবাবপত্র, ফ্রিজ এবং ঘরে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক আমার ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন কিভাবে লাগছে তা আমি বুঝতে পারছি না।

শরনখোলা ফায়ার সার্ভিস স্টেশন  ইনচার্জ আফতাব- ই আলম বলেন, আগুন লাগার ঘটনা জানতে পেরে সাথেসাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে বাড়ীর সংযোগ সড়কটি ছোট হওয়ায় এবং পানির পর্যাপ্ত উৎস কাছাকাছি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

@bagerhat24.com