চিতলমারীতে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ভোটকেন্দ্র পরিদর্শন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটের প্রচারণা করেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন স্থানে এ প্রচারণা হয়।
এ সময় তাঁর সংগে ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, চিতলমারী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সানজিদ, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়।
শহীদ মিনার চত্বরে লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, ‘সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনী মাঠে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্য থাকবে। তাই কোন পেশী শক্তিকে ভয় পাওয়ার কিছু নেই।’
এ সময় জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের মুগ্ধ আচরণে উপস্থিত সাধারন জনতা আবেগে আপ্লুত হন।
