শরণখোলায় জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময়
01/01/1970 12:00:00মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
শরণখোলা উপজেলায় কেয়ার বাংলাদেশ এর আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কেয়ার বাংলাদেশ এর আয়োজনে এ শিখন মেলা অনুষ্ঠিত হয়। শিখন বিনিময় মেলায় মোট ১০ টি স্টলে 'নবপল্লব' প্রকল্পের আওতাধীন বিভিন্ন সংস্থা তাদের কর্মপ্রণালী প্রদর্শন করেন।
স্টলগুলোতে খাল খনন ও বৃক্ষরোপনে ব্যবহৃত বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জামাদি, লবণ সহিষ্ণু বীজ, উন্নত চুলা, সৌর চালিত সেচ পাম্প, সৌর চালিত এ্যারেটর,এ্যাডাপ্টেট কিচেন গার্ডেন, জলবায়ু সহনশীল প্রতিবন্ধী বান্ধব টয়লেট, ভার্মি কম্পোস্ট, জৈব সার, বাঁশ ও বেত দিয়ে তৈরি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং গৃহপালিত পশুপালনসহ বিভিন্ন জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রদর্শন করা হয়।
এ ছাড়াও একটি স্টলে কার্যকরী জলবায়ু ও আবহাওয়া তথ্য পরিষেবা বুথে শিখন বিনিময় মেলায় আগত কৃষকদের জলবায়ু বিষয়ক তথ্য প্রদান করতে কৃষকদের রেজিষ্ট্রেশন করা হয়। যার মাধ্যমে তারা পরবর্তীতে জলবায়ু ও আবহাওয়া বিষয়ক তথ্যসমুহ কেয়ার বাংলাদেশের মাধ্যমে কৃষকদের অবহিত করা হবে।
জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময়ে আমড়াগাছিয় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন খান এর সভাপতিত্বে এবং কেয়ার বাংলাদেশের শরণখোলা উপজেলা কমিউনিটি মবিলাইজেশন ফ্যাসিলেটেটর ফজলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম হাসান সুজন, কেয়ার বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, কেয়ার বাংলাদেশ এর সিনিয়র উপজেলা কো-অর্ডিনেটর ফাতেমা খাতুন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সৈকত, আইডিই বাংলাদেশ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার জহিরুল ইসলাম, ডিএসকে এর প্রতিনিধি, সিএনআরএস এর প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
কেয়ার বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান বলেন, কেয়ার বাংলাদেশ এর আয়োজনে খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় কৃষি চর্চা এবং শিখন বিনিময় অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় শরণখোলা উপজেলায় আজকে এই শিখন বিনিময় কর্মশালা। যা নবপল্লব প্রকল্পে ব্যবহৃত আধুনিক কৃষি যন্ত্রপাতির সাথে স্থানীয় কৃষকদের ব্যাপক পরিচিতি ও প্রসার ঘটাবে।
প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেন খান বলেন, এখানে বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সকাল থেকেই প্রদর্শনীগুলো ঘুরে ঘুরে দেখছে এবং নতুন কিছু শেখার সুযোগ পাচ্ছে। এ ধরনের শিখন বিনিময় যেনো ভবিষ্যতে আর ও আয়োজন করার মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে জলবায়ু সহনশীল কৃষি চর্চা করানো সম্ভব হয় সেইজন্য কেয়ার বাংলাদেশ এবং নবপল্লব প্রকল্পকে তিনি অনুরোধ জানান।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান বলেন, কৃষিখাতকে কিভাবে সম্প্রসারিত করা যায় এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায় সেগুলো বাস্তবমুখীভাবে প্রদর্শন করা হয়েছে। এ সময় তিনি শিখন বিনিময়ে আগত কৃষকসহ সকলকে প্রযুক্তিগুলো সম্পর্কে ধারনা নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
