Logo
table-post
রামপালে প্লাষ্টিক পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবিদের নিয়ে  কর্মশালা
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সুন্দরবন সুরক্ষায় বনজীবিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় রামপাল উপজেলা বিআরডিবি'র অডিটরিয়ামে ইয়োথ ফর দ্যা সুন্দরবন ও রুপান্তরের ব্যানারে এ দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ইয়োথ ফর দ‍্যা সুন্দরবনের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল'র নির্বাহী সদস‍্য ও বেলা'র নেটওয়ার্ক সদস‍্য এ, এইচ নান্টু, রুপান্তরের বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন। অন‍্যান‍্যের মধ‍্যে আরো বক্তব‍্য দেন, ইয়োথ ফর দ‍্যা সুন্দরবনের তীর্থ সলিল ঠাকুর, সুমাইয়া ইসলাম মিম, ঝুমকা কর্মকার, হাসানুল হক রনি, আবুবক্কর মোল্লা ও ফোরামের সম্পাদক শেখ রাসেল প্রমুখ।

কর্মশালায় সুন্দরবনকে দুষণ মুক্ত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নদী কেন্দ্রীক মৎস্য চাষী ও জেলেদের প্লাষ্টিক ও পলিথিন ব্যাবহারে নিরুৎসাহিত করা ও বিকল্প বিষয়ে অবহিত করা হয়। 

এ কর্মশালার শুরুতে রূপান্তরের মাধ্যমে ইয়োথ ফর দ্যা সুন্দরবন কি কি পদক্ষেপ গ্রহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরা হয়।

@bagerhat24.com