Logo
table-post
মোল্লাহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মিতুল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাজপাট গ্রামে গত মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জিকরুল শেখের ছেলে রাজপাট নিবাসী মিতুলের অত্যাচার সহ্য করতে না পেরে তার একাধিক স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। ঘটনার দিন পাশ্ববর্তী মেঝেরা গাওলা গ্রামের ওই মেয়ে শিশুকে ডেকে মিতুল তার বসত ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে। ওই সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় মিতুল দৌড়ে পালায়। এরপর ওই দিন রাতে মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রমজানুল হক জানান, ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি মিতুলে আটকের চেষ্টা চলছে।

@bagerhat24.com