Logo
table-post
ফকিরহাটের বেতাগা ও শুভদিয়া ইউনিয়নে দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
ফকিরহাটের বেতাগা ও শুভদিয়া ইউনিয়নে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রায়ত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ২টায় বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা আরিফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানে শীষ প্রতিকের প্রাথী কপিল কৃষ্ণ মন্ডল। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক এসএম নুর ইসলাম এর সঞ্চালণায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, বিএনপি নেতা তৌফিকুল ইসলাম, হুমায়ুন কবির মোড়ল, কামাল হোসেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, মন্দির কমিটির নেতা অনিমেষ কান্তি নন্দী। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই। 

অপর দিকে একই দিন সন্ধ্যায় শুভদিয়া ইউনিয়নে বিএনপি’র আয়োজনে তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ আওয়াল এর সভাপতিত্বে ও যুবদল নেতা জামাল হোসেন মুক্ত’র সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, উপরোক্ত অতিথিবৃন্দরা ছাড়াও ইউনিয়ন বিএনপি নেতা ফকির আবুল কামাল আজাদ, হায়দার আলী, আতাহার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল বিশ্বাস, যুবদল নেতা বাবলুর রহমান, আল আমীন, শহীদুল ইসলাম লিপন। দোয়া পরিচালনা করেন, হাফেজ মোঃ রাসেদুল ইসলাম। 

@bagerhat24.com