বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে প্রেসক্লাবের অডিটরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আবু আনছার, সহকারি কমিশুনার সৌরভ কুমার মন্ডল। জেলার বিভিন্ন প্রত্যন্ত থেকে শতাশতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম টুকু, মোঃ কামরুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার মানবিক দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
