Logo
table-post
বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, চার কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সদর উপজেলার কাড়াপাড়া গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক হন এনামুল হাওলাদার (৪০)। তিনি কাড়াপাড়া গ্রামের বাসিন্দা এবং সলেমান হাওলাদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘরের ভেতর সংরক্ষিত চার কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো তথ্যের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

@bagerhat24.com