Logo
table-post
ফকিরহাটে স্বামী বিবেকানন্দের১৬৩তম জন্মউৎসব পালনেশীতবন্ত্র বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি। 
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের সাধুর সাধের বটতলা শ্রী শ্রী কালি মন্দির অঙ্গনে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্ম উৎসব পালন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বিকেল ৫টায় বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ খুলনার আয়োজনে এবং ফকিরহাট শ্খাার পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফকিরহাট শাখার সভাপতি দেবাশিষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি, বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর তারাচাঁদ ঢালী।

প্রবীর মন্ডল এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক কর্মকর্তা সুজীত মন্ডল, উপাধক্ষ দেবদাস কুমার মন্ডল, প্রভাষক উল্লাসীনী সরকার, প্রভাষক উৎপল কুমার দাশ, দেবেন্দ্রনাথ সাহা, ফকিরহাটের আহবায়ক বলাই কৃষ্ণ দাশ, অলোক সেন, স্বাগত বক্তৃতা করেন, ফকিরহাট শাখার সাধারন সম্পাদক প্রসেনজিৎ কুমার দাশ, সংগঠনের খুলনার কর্মকর্তা দিপংকর কীতনীয়া, বিপ্লব বৈরাগী, সুকান্ত মল্লিক, রনজিৎ কুন্ডু, তরনী জোয়াদ্দার ও সৌধার্য কর প্রমুখ। অনুষ্ঠানে কেক কেটে ও দলীয় সঙ্গীত পরিবেশেন করে স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব পালন শেষে ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
 

@bagerhat24.com