Logo
table-post
ফকিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় শুকুরুন বেগম (২৫) নামের একজন গৃহবধুকে হত্যার অভিযোগে নিহতের স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। নিহতের বোন শিউলি আক্তার বাদী হয়ে নিহতের স্বামী মাহাবুব নিকারীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাতানামা ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার বরাত দিয়ে পুলিশ জানান, গত ৫ বছর আগে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মৃত আ: রাজ্জাক শেখের মেয়ে শুকুরুন বেগমের সাথে লখপুর এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে মো: মাহাবুব শিকদার ওরফে মাহাবুব নিকারীর বিবাহ হয়। 

বিয়ের কিছুদিন পর সংসারে অভাব-অনটনের কারনে শুকুরুন বেগম কাজের সন্ধানে সৌদি আরবে যান। সেখান থেকে গত ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি বাড়ী চলে আসেন। বিদেশ থেকে আসার পর তার উপর্জিত সব টাকা তিনি ব্যাংকে রেখে দেন। 

এর কিছুদিন পর শুকুরুন বেগমের নিকট তার স্বামী মাহবুব নিকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাকে দিতে বলেন। এই টাকা দিতে রাজি না হওয়ায় তার স্বামী কারনে অকারনে বিভিন্ন সময়ে স্ত্রী শুকুরুন বেগমকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসিছিল। এরই জের ধরে গত ৯ জানুয়ারি (শুক্রবার) রাতে শুকুরুন বেগমকে তার স্বামী মারপিট করলে সে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে জানান। 

পরবর্তীতে ১০ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার কাটাখালী মাহেন্দ্র স্ট্যান্ডের পিছনের একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরুন বেগমকে দেখতে পান স্থানীয়রা। 

খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়। 

ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, আইনী প্রকক্রয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন শিউলি আক্তার ১০ জানুয়ারি সন্ধ্যায় বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। তবে আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। 
 

@bagerhat24.com