Logo
table-post
সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক-৫, ৪৯০ কেজি কাকড়া জব্দ
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের কাকড়া ধরার সময় আবারও ৪৯০ কেজি কাকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। যার বাজার মুল্য ৫ লক্ষ টাকা বলে জানা গেছে। এসময় সুন্দরবনের কালাবগি এলাকায় গার্ডের অভিযান চালিয় এর সাথে জড়িত ৫ ব্যাবসায়ীকেও আটক করা হয়। শনিবার ১০ জানুয়ারি দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড নলিয়ানের সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়। উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এ দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্ত কিছু অসাধু কাকড়া আহরণকারী কৌশলে বনে প্রবেশ করে নিষিদ্ধ পন্থায় ডিমওয়ালা কাকড়া শিকার করছে। তাই এসকল কাকড়া আহরণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

আটককৃতরা হচ্ছে, তরুণ সরকার (২৬), একই এলাকার মনজুর ঢালী (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর গাজী (৩৮), মাসুম বিল্লাহ (২৪) ও মোহাম্মদ আজাদ সানা (৫৬)। এদের সকলের বাড়ি সুন্দরবন সংলগ্ন নলিয়ানের কালাবগি গ্রামের বিভিন্ন এলাকায়। 

জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার দুপুরে স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।

@bagerhat24.com