শরণখোলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আমেরিকান প্রবাসীর শীতবস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলায় কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করেন আমেরিকান প্রবাসী অলিউর রহমান মন্টু। শনিবার (১০ জানুয়ারী) সকালে শরণখোলা উপজেলার জীবনদুয়ারী নুরে হেরা কওমী মহিলা মাদ্রাসা, বকুলতলা ফজলুল হক রশীদীয়া মাদ্রাসা এবং সিএসবি কওমি মাদ্রাসার মোট সত্তর জন এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করা হয়।
এ সময় আমেরিকান প্রবাসী অলিউর রহমান মন্টুর পক্ষে উপস্থিত ছিলেন তার বাল্যবন্ধু নুরুল আলম শাহাদাত এবং সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল।
সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল বলেন, কওমিয়া মাদ্রাসায় পড়ুয়া এতিম ও অস্বচ্ছল শিক্ষার্থীরা যেনো পড়ালেখা থেকে উৎসাহ হারিয়ে না ফেলে এবং শীতে কষ্ট না পায় সেলক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সত্তর জন শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে। তাদের লেখাপড়ায় মনোযোগ রাখতে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী খুব দ্রুতই প্রতিষ্ঠানগুলোতে পৌছানো হবে।
