কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাধাল বাজারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি, রুহের মাগফেরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান এবং কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল ও স্মরণীয় নাম। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও দেশপ্রেমে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্ত ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।
