Logo
table-post
কচুয়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির উঠান বৈঠক: সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার ব্যারিস্টার জাকির হোসেনের
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার বাধাল ইউনিয়নের মসনী গ্রামে নারায়ণ দাসের বাড়ির উঠানে এই বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের সমান নাগরিক। বিএনপি সবসময় মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় কাজ করে এসেছে।

তিনি আরও বলেন, বাগেরহাট-২ আসনের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে তিনি স্থানীয় জনগণের পাশে থাকতে চান।

বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ব্যারিস্টার জাকির হোসেন মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, মসনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দাস, সাবেক সহকারী শিক্ষক কালিপদ দাস, মসনী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক হৃষিকেষ দাস, বাধাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল শেখ, ইউপি সদস্য নিলয় দাসসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, তরুণ ও প্রবীণরা।

সবশেষে দেশ ও এলাকার শান্তি, উন্নয়ন ও কল্যাণ কামনায় শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘটে।

@bagerhat24.com