Logo
table-post
বাগেরহাটে যুবদলের সাংগঠনিক সভা, নেতৃত্বের শক্তি বাড়াতে দিকনির্দেশনা দিলেন কেন্দ্রীয় সভাপতি
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত এই সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. মাসুদুর রহমান, এস কে বদরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বাগেরহাট জেলার অন্তর্গত ১২টি ইউনিট ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন। সভাটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।

@bagerhat24.com