ফকিরহাটের লখপুরের এক ওয়ার্ডের ৩১টি কাঁচারাস্তা দীর্ঘদিনেও সংস্কার না করায় জনগণের দুর্ভোগ
01/01/1970 12:00:00পি কে অলোক,ফকিরহাট
ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা ২নং ওয়ার্ডে ৩১টি কাচা রাস্তা দীর্ঘদিনেও মাটি ভরাট বা ইটের সলিং নির্মাণ এমনকি সংস্কার না করায় শতশত জনসাধারনকে পোহাতে হচ্ছে সিমাহীন দুর্ভোগ। অতিদ্রত এই ঝুকিপূর্ণ ৩১টি কাচা রাস্তা নির্মাণ বা মেরামত করার জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসি।
জানা গেছে, খাজুরা ২নং ওয়ার্ডে ছোটবড় মিলে প্রায় ৫০টি রাস্তা রয়েছে, এর মধ্যে প্রায় ৩১টি রাস্তায় কাচা রয়েছে। যে রাস্তা গুলি দীর্ঘদিনেও মেরামত বা সংস্কার করা হয়নী। এমন অবস্থায় ওর্য়াডে বসবাসরত শতশত জনগণকে পোহাতে হচ্ছে নানাবিধ সমস্যায়। শুধু সমস্যাই নয় স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্টান যাতায়াতরত শিক্ষার্থীরা পড়েছেন মহাবিপাকে।
সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা যায়, উক্ত ওয়ার্ডের জাকির তরফদারের বাড়ি হতে লতিফ তরফদারের বাড়ি অভিমুখে কাচা রাস্তা, সানুর বাড়ি হতে লুৎফার রহমানের বাড়ি, শিবলির বাড়ি হতে মনিরুলের বাড়ি অভিমুখে রাস্তা, সাইনুরের বাড়ি হতে কামরুলের বাড়ি অভিমুখে রাস্তা, সিরাজুলের বাড়ি হতে হাফিজের বাড়ি অভিমুখে রাস্তা, বটতলা হতে চাঁন মিয়ার বাড়ি অভিমুখে রাস্তা, ইয়াছিনের বাড়ি হতে মুরাদের বাড়ি অভিমুখে রাস্তা, খোকনের বাড়ি হতে জাফর ফারাজীর বাড়ি অভিমুখে রাস্তা, তাজ উদ্দিনের বাড়ি হতে রাজের বাড়ি অভিমুখে রাস্তা হয়ে জলিলের বাড়ি অভিমুখে রাস্তা, শফির উদ্দিনের বাড়ি হতে মালেকের বাড়ি অভিমুখে রাস্তা, কামরুলের বাড়ি হতে ওবাইদুল্লার বাড়ি অভিমুখে রাস্তা, মিজানের বাড়ি হতে আজিজুল গাজীর বাড়ি অভিমুখে রাস্তা, শান্তর বাড়ি হতে সেলির বাড়ি অভিমুখে রাস্তা, কামরুলের বাড়ি হতে রবিউলের বাড়ি অভিমুখে রাস্তা, সাত্তারের বাড়ি হতে পাচোডাঙ্গা জামে মসজিদ রাস্তা, আজিজুলের বাড়ি হতে রউফ মাওলানার বাড়ি অভিমুখে রাস্তা, মোশারেফের বাড়ি হতে মুরাদের বাড়ি অভিমুখে রাস্তা, হাকিম পোটোর ৪তলা বিল্ডিং হতে কবিরাজ বাড়ি অভিমুখে ইটের সলিং রাস্তা এবং কাচা রাস্তা, মোতালেবের বাড়ি হতে মিহির দেবনাথের বাড়ি অভিমুখে ইটের সলিং রাস্তা এবং মাথায় কাচা রাস্তা, দুলাল দেবনাথের বাড়ি হতে সিদ্দিকের বাড়ি অভিমুখে ইটের রাস্তা, বাদল ফারাজীর দোকান হতে মোশারেফের র্ফাম অভিমুখে ইটের রাস্তা এবং মাথায় কাচা রাস্তা, বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পিছন থেকে নিয়াত ঠাকুরের বাড়ি অভিমুখে পাকা এবং কাচা রাস্তা, খাজুরা বাসস্ট্যান্ড হতে মনছোফ তরফদারের বাড়ি অভিমুখে কাচা রাস্তা, তারবিয়াতুল ্উম্মাহ উত্তরপাড়া মাদ্রাসার সামনের রাস্তা, হুমায়ুন কবিরের বাড়ি হতে মুহিদের বাড়ি পর্যন্ত কাচা রাস্তা, খাজুরা মসল্লা কোঃ কারখানার সামনে হতে মুরাদ মাষ্টারের বাড়ি অভিমুখে রাস্তা, আমতলা পেট্রোল পাম্প হতে মাজেদের বাড়ি অভিমুখে কাচা রাস্তা ও জাকির মাষ্টারের বাড়ি হতে আবুল এর বাড়ি পর্যন্ত রাস্তা, কারুলের বাড়ি হতে বিল অভিমুখে কাচা রাস্তা সহ বিভিন্ন রাস্তা রয়েছে যে গুলির অবস্থা খুবই শোচনীয়।
স্থানীয় সোহরাব হোসেন, কামরুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল শেখ, মিকাইল হোসেন, রফিকুল ইসলাম, দীন ইসলাম, জুলফিক্কার শেখ ও বিল্লাল শেখ সহ একাধিক গ্রমবাসিরা জানান, উপরোক্ত রাস্তাগুলি সবচেয়ে বেশি শোচনীয় হয়, বর্ষা মৌসুমে। সে সময় কাদাপানিতে পড়ে অধিকাংশ শিক্ষার্থীরা তাদের স্বঃস্বঃ শিক্ষা প্রতিষ্টানে যাতায়াত করতে পারে না। তাছাড়া বিলের উৎপাদিত নানাবিধ পণ্য রাস্তা খারাপ থাকার কারণে সহজে আনা-নেওয়া করতে অসুবিধা হয়। শুধু তাই নয়, দুই শতাধিক অটোভ্যান চালককে কাচা রাস্তার কারনে নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অহরহ।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ কবির হোসেন মোড়লের সাথে আলাপ করা হলে তিনি বলেন, এবিষয়ে তিনি একাধিকবার উর্দ্ধতন কর্মকর্তাদের মৌখিক ভাবে অবহিত করেছেন। প্রশাসন রাস্তা গুলি মেরামতের জন্য তাদেরকে আশ^াস্ত্র করেছেন। স্থানীয় এলাকাবাসির জোর দাবী অতিদ্রæত রাস্তাগুলি মেরামত/সংস্কার বা পূনঃনির্মাণ করে জনগনের দীর্ঘদিনের দুর্ভোগ লঘবে এগিয়ে আসবেন।
