ফকিরহাটের পিলজংগে বেগম খালেদা জিয়া’র আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগের শাহ আউলিয়ার বাগ জামে মসজিদ চত্তরে বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেল ৫টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-০১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী ও সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা তাওহিদুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, কবির হোসেন, এমএ আওয়াল, আতিয়ার মোড়ল, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন নান্নু, এসএম খলিলুর রহমান, সরদার বেল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মিরাজুল ইসলাম, মহিউদ্দিন মইন ভুইয়া, মোস্তফা কামাল হারুন, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক ও মিলন মাহাম্মুদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
