ভান্ডারিয়ায় নির্বাচনী কার্যক্রম ও নির্বাচন অফিস পরিদর্শন করেন বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি.
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন অফিস এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
মতবিনিময় সভায় সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ,পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ প্রমূখ। সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান অতিথি মো.ফরিদুল ইসলাম বলেন, দেশের অন্য যে কোন স্থানের থেকে এ উপজেলাটি একটি সাজানো গোছানো উপজেলা।
