বাগেরহাটে ধানের শীষ প্রতীককে বিজয় করতে জেলা মৎস্যজীবি দলের মতবিনিময়
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের সাথে জেলা মৎসজিবি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুৃয়ারী) সকালে জলা মৎস্যজীবি দলের আয়োজনে ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাকে ঘিরে সকাল থেকে সদর রোডে মিছিল নিয়ে জড়ো হন জেলা মৎস্যজীবি দলের নেতাকর্মীরা। এসময় তারা উল্লাসের সাথে সাথে নানা শ্লোগান দেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বাগেরহাটে ঐক্যবদ্ধ হয়েছেন জেলা মৎসজিবি দলের নেতা কর্মীরা।
সভায় জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা বলেন, বাগেরহাটে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তার পক্ষেই তারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে থেকে ধানের শীষের বিজয় অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। দলের মধ্যে কারো কোন বিভেদ নাই। সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাগেরহাট জেলা মৎসজিবিদলের সাধারন সম্পাদক মোঃ হারুন আল রশীদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, মোঃ মহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
