মোরেলগঞ্জে কলেজ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা !
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জ সেলিমাবাদ ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও একজন অভিভাব্ক সদস্যকে কলেজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কলেজের একাডিমিকভবনের সামনে এক সভায় এমন ঘোষণা দেন কলেজ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহŸায়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল। সভায় সংগ্রাম পরিষদের নেতা অ্যাড. খান ইসকান্দার আলী ও বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বিশেষ কোন ব্যাক্তির পছন্দ অনুযায়ী কয়েক মাস পূর্বে বহিরাগত লোকদের নিয়ে কলেজ পরিচালনা পর্ষদ বা কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ওই কমিটির সভাপতি পরিবর্তনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। যা বর্তমানে তদন্তাধীন আছে। এ অবস্থায় কলেজ সভাপতি মো. শাহ আলম ফরাজী গোপনে কয়েকজন লোক নিয়ে কলেজে সভা করেছেন। আজ থেকে শাহআলম ফরাজী ও অভিভাবক সদস্য মো. সবুর তালূকদারকে কলেজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করো হলো। তারা আর কলেজে প্রবেশ করতে পারবেনা।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, কলেজ বন্ধ থাকা অবস্থায় আজ মাঠে স্থানীয়রা একটি সভা করেছেন বলে শুনেছি। তবে কি বিষয়ের ওপর করেছেন তা জানা নেই।
