Logo
table-post
বাগেরহাটে ঋণ খেলাপিসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং তথ্যগত অসঙ্গতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত যাচাই-বাছাই সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসারসহ সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়।

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি উপজেলা) আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর (ভোটের শতকরা হিসাবের গরমিল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (ঋণ খেলাপি) ও জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ার (ঋণ খেলাপি)।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা) আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে লেবার ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. হাসান ইমাম লিটুর মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা) এই আসনে মনোনয়ন দাখিলকারী ৭ জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন জানান, নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুসরণ করেই যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

@bagerhat24.com