Logo
table-post
বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের সাথে  মতবিনিময়
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ (ফকিরহাট. মোল্লাহাট ও চিতলমারী) আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য পদপ্রার্থী এস এম মুশফিকুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২রা জানুয়ারী) সন্ধ্যায় ফকিরহাট উপজেলা পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া বাজারের পাশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ খায়রুল বাসার, আল আমীন সরদার, আজিজুল হক, আমীর খান, আজাদ মোল্লা, রবিউল ইসলাম রবি, ফারুক সরদার ও ইমদাদুল শেখ সহ পিলজংগ, বেতাগা, ফকিরহাট ও মুলঘর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তিনি ফকিরহাট বিশ্বরোড মোড়ে বিভিন্ন পেশার লোকজন ও সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন। 
 

@bagerhat24.com