Logo
table-post
বাগেরহাটে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাব এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, সদস্য মো. কামরুজ্জামান, মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এর আগে সকালে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় কোরআন খতম করা হয়। পরে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন পুরোনো জেলখানা মসজিদের পেশ ইমাম।

অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুকুজ্জামান বাপ্পি ও সাধারণ সম্পাদক হায়দার আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

@bagerhat24.com