বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় পৌর বিএনপির মিলাদ ও দোয়া
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা খোরশেদ আলম, বাবলু ভূইয়া, মোঃ আলাউদ্দিন, সাহেব আলী মল্লিক, মোঃ জসিমউদদীন, আব্দুস সালাম ব্যাপারী, শাহজাহান ফকির, মোঃ মোস্তফা শেখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দোয়া করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায়। এ দোয়া অনুষ্ঠানে পৌর বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।
