মোংলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন চটেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম।
গ্রেফতারকৃত মোঃ সিয়াদ হাসান বুলবুল সুন্দরবন ইউনিয়ন (০৩)নং ওয়ার্ড-বাঁশতলা গ্রামের ফকির আকরাফিল ফকিরের ছেলে।
বুলবুল উপজেলার সুন্দরবন ইউনিয়নের ছাত্রলীগের সহ সভাপতির পদে দায়িত্বশীল একজন সক্রিয় নেতা । এলাকায় নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মোংলা চটেরহাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতা মুলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্য মামলায় দুই জনকেও আটক করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতের মাধ্যমে তাদেরকে শুক্রবার বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।
