Logo
table-post
ফকিরহাটে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে ৮০ভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা
01/01/1970 12:00:00

পি কে অলোক, ফকিরহাট
২০২৬ সালে নতুন বছরের প্রথম দিনেই বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাধ্যমিক স্তরের শতকরা ৮০ ভাগ শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেয়েছে। এছাড়া প্রাথমিক স্তরে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস থাকায় এবার বই উৎসব পালন করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদ্বয়। 

উপজেলায় ৭৮টি প্রাথমিক সরকারি বিদ্যালয়, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয় ও বেশ কিছু কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মাধ্যমিক জেনারেল ও দাখিল স্তরের জন্য ১ লাখ ৬৬ হাজার ৮২০ বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ২২০ খানা বই পাওয়া গেছে। এসব বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, চলতি বছর প্রাথমিক স্তরে বই সরবরাহে কোনো সংকট নেই এবং চাহিদার শতভাগ বই আজ বিতরণ করা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এখনো সব বই পৌঁছায়নি। প্রাপ্ত বইয়ের মধ্যে মাধ্যমিক স্তরে অষ্টম শ্রেণির বাংলা বই শতকরা ৬৩.৩৬ ভাগ, নবম শ্রেণির বাংলা বই ৮২.৯২ ভাগ, দাখিল নবম শ্রেনির বাংলা বই ৮৬.৪৯ ভাগ চাহিদার বিপরীতে প্রদান করা হয়েছে। বাকী বিষয়ের শতভাগ বই প্রদান করা হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ‘প্রাপ্ত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বাকী বই এসে পৌঁছালে দ্রæত সময়ের মধ্যে স্কুল সমূহে পৌছে দেওয়া হবে। 


 

@bagerhat24.com