Logo
table-post
পিলজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও শ্রেণী কক্ষে ১ম ২য় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের উপস্থিততে এক অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ ও শ্রেণী কক্ষে ১ম ২য় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

প্রধান শিক্ষক লাইলী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান ও সেখ আব্দুল কাদের, সম্মানিত অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুল বারিক মোড়ল। 

সহকারী শিক্ষক মোঃ লাভলুর রহমান এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সরদার সাইফুল ইসলাম, আবিদ হোসেন, শ্যামাপদ দাশ, কাওসার আলী, অমিত মুখ্যাজী, ম্যানেজিং কমিটির সদস্য মোসাঃ তহমিনা খাতুন, সহকারী শিক্ষক যথাক্রমে সরদার ওমর ফারুক, সঙ্গিতা মজুমদার ও ইসরাত জাহান। 
 

@bagerhat24.com