বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ক্যাডেট স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সভাপতি এস কে বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জগলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ার ম্যান মোঃ রফিকুল ইসলাম জগলু বলেন, “যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার জন্য একটি বহুতল ভবন নির্মান প্রয়োজন। আজ পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে সত্যিই
আনন্দিত।”
অনুষ্ঠানে ফলাফল প্রদান ছাড়াও পবিত্র কোরআন শরীফের নতুন ছবক এবং পাগড়ী প্রদান, বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, ২০২৬ সালের নবীনবরণ ও হস্তলিপি কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যাডেট মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ রিপন, জহিরুল ইসলাম রনি, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান, শামীম হাসান, প্রমূখ।
