পবিত্র মক্কা নগরীতে ইন্তেকাল: না ফেরার দেশে ঝিলবুনিয়ার পীর সাহেব হুজুর
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
ফুরফুরা সিলসিলার উজ্জ্বল নক্ষত্র, ঝিলবুনিয়া দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব হযরত শাহ্ সূফি মোহাম্মদ আব্দুর রহমান খান (রঃ) আজ ২৮ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশ সময় দুপুর ১২:৪৫ মিনিটে পবিত্র নগরী মক্কাতুল মুকাররমার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আমাদের আধ্যাত্মিক রাহবার এবং প্রাণপ্রিয় মুর্শিদ ছিলেন। তাঁর নেতৃত্বে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ভিতরে এবং বাইরে তিনি হাজার হাজার অনুসারীর আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন।
এ বিষয়ে অনুসারীরা দোয়া ও ইবাদতের মাধ্যমে তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন। বিশেষভাবে বলা হয়েছে, পীর কেবলার জন্য খতমে কোরআন, দুরুদ শরীফ, মিলাদ ও নফল ইবাদত আয়োজনের আহ্বান।
ঝিলবুনিয়া দরবারের ভক্ত ও অন্যান্য মুসলিম সম্প্রদায় শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন মরহুম পীরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন।
