Logo
table-post
মোংলায় সার্ভিস বাংলাদেশ'র ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00

মোংলা  প্রতিনিধি

আর্ত মানবতার সেবায় নি‌য়ো‌জিত,মোংলার স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন "সার্ভিস বাংলাদেশ'র ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। 

 ২৭ ডিসেম্বর শনিবার  আছরবাদ মোংলা সরকারী মহিলা কলেজে হলরুমে   আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য  আয়োজনে পালন করা হয়। 

সার্ভিস বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন'র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান,  মোংলা পোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন,  সংগঠন এর উপদেষ্টা মোঃ নুর আলম শেখ,  সরদার আব্দুল হান্নান,মোছাল্লী মোঃ ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরহাদ হোসেন, মহাসচিব  ডাঃ মোঃ ম‌হিদুল ইসলাম মেজবা, সহ-সভাপতি মোঃ আল আমিন, সি‌নিঃ যুগ্ন মহাসচিব মাওঃ আব্দুর রউফ,যুগ্ন মহাসচিব মাওঃ আব্দুল জব্বার,নিজাম উদ্দিন, হাদিউজ্জামান জাহিদ,মারুফ বাবু,নবী হোসেন সাগর,মাসুদ,মাসুম বিল্লাহ,রাফিয়া জাহান মিশু, ইরফান হাসান,সাদিয়া জামান,ডলার মোল্লা,মাহমুদুল হক রমজান,মাহরুফ বাবু,রিয়াজ শেখ,শাকিল,মেহেমেত জামান,মনির খান সহ সংগঠন এর সদস্যবৃন্দ।

শহীদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার বিতরণ শে‌ষে কর্মসূচীর সমা‌প্তি ঘোষণা করা হয়।

 

@bagerhat24.com