শরণখোলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্যাপসে'র শীতবস্ত্র বিতরণ
01/01/1970 12:00:00মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
শরণখোলায় ক্লাইমেট এডাপটেশন প্লান সোসাইটি (ক্যাপস) কর্তৃক কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের বান্দাকাটা সুশীলন সাইক্লোন ক্লাইমেট স্মার্ট গ্রীণ স্কুলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করেন ক্লাইমেট এডাপটেশন প্লান সোসাইটি এর প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, মধ্য-রায়েন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি রুবেল মীর, সাউথখালী ইউনিয়ন যুবদল নেতা মো: মামুনসহ শরণখোলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, ক্লাইমেট স্মার্ট গ্রীণ স্কুলের শিক্ষক-শিক্ষীকা ও কোমলমতি শিক্ষার্থীরা।
এ সময় মধ্য-রায়েন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি রুবেল মীর বলেন, ক্যাপস একটি ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এখানে জলবায়ু বিপর্যয়ের ফলে ঝড়ে পড়া শিক্ষার্থীদের ইংরেজি শিখানো ও লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। হাড় কাপানো এই শীতে কোমলমতি শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও আগ্রহী করে তুলবে।
ক্লাইমেট এডাপটেশন প্লান সোসাইটি (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান বলেন, বিগত এক বছর ধরে উপকূলীয় এলাকার ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে ক্যাপস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীতকালীন এই সময়ে ক্লাইমেট স্মার্ট গ্রীণ স্কুলের শিক্ষার্থীরা যাতে শীতে ক্ষতিগ্রস্ত না হয় এবং লেখাপড়া থেকে যাতে ঝড়ে না পড়ে সেলক্ষ্যেই ক্যাপস এর পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।
