ফকিরহাটের নওয়াপাড়া খালিদ বিন ওয়ালিদ (রাঃ) একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ায় অবস্থিত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) একাডেমিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান মোহতামিম আব্দুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সেক্রেটারি রফিকুল ইসলাম।
এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল শতভাগ সফলতা অর্জন করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১০০% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং এর মধ্যে ৩০জন শিক্ষার্থী এ+ গ্রেড অর্জন করে একাডেমির সাফল্যকে আরও উজ্জ্বল করেছে। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোাষ প্রকাশ করেন এবং শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন।
পাশাপাশি আগামীতে একাডেমির শিক্ষা কার্যক্রম আরও মানসম্মত ও যুগোপযোগী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও শুভেচ্ছা প্রদান করা হয়।
