Logo
table-post
ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যার্বতন ও বাগেরাহট-১ আসনের মনোনয়ন পরির্বতনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় কাটাখালী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি’র এক অংশের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিশাল একটি বিক্ষোভ মিছিল কাটাখালী বাস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে গোল চত্তরে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান ও ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান কাম। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরদার শরিফুল ইসলাম এর সঞ্চালণায় এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ শরিফুল ইসলাম, আব্দুল হাই ফারাজী, মোড়ল সাইফুল ইসলাম, এ্যাডঃ মাসুম বিল্লাহ, মশিউদ্দিন মোড়ল, শেখ মিজানুর রহমান, মুক্তাদির হোসেন, রবিউল ইসলাম, মোঃ খায়রুজ্জামান হাওলাদার, আবু সুফিয়ান, আব্দুল বারিক মোড়ল, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মীর মোশারেফ হোসেন, আব্দুল সালাম ফারাজী, রাজ্জাক ফারাজী, ফিরোজ শেখ ও বাচ্চু বিশ্বাস প্রমুখ। 

এছাড়াও সোমবার দুপুরে বাগেরহাট-২ আসনের ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন-কে ফকিরহাট বিশ^রোড় মোড়ে ফুলের শুভেচ্ছা প্রদান করেন উপজেলা বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ ও মোড়ল কামরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 
 

@bagerhat24.com