তারেক রহমানের আগমন উপলক্ষে শরণখোলায় বিএনপি'র আনন্দ মিছিল
01/01/1970 12:00:00মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন উপলক্ষে শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল চার'টায় উপজেলার পাঁচ রাস্তার মোড়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে থেকে একটি আনন্দ মিছিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল ,শামীম আহমেদ বাদল, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন, বিএনপি নেতা শাজাহান মহিউদ্দিন, আব্দুল মজিদ ওরফে জিয়া মজিদ, প্রজন্ম দলের রবিউল ইসলাম, ছাত্রদল নেতা শফিকুল ,সোহাগ ও মিরাজ হোসেনসহ প্রমুখ।
