Logo
table-post
বাগেরহাটের চার আসনে বিএনপির চমকপ্রদ প্রার্থী ঘোষণা, কে কোথায় মনোনয়ন পেলেন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়ন ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট-১ আসন (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) থেকে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়।

বাগেরহাট-২ আসন (বাগেরহাট সদর ও কচুয়া) থেকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে।

এদিকে বাগেরহাট-৩ আসন (মোংলা ও রামপাল) থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি এলাকায় সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

অন্যদিকে বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ ও শরণখোলা) থেকে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে বিএনপির মনোনয়ন লাভ করেছেন।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করবেন এবং জনগণের সমর্থন প্রত্যাশা করছেন।

@bagerhat24.com