Logo
table-post
মিঠা পানির সংকটে বিপর্যয়ের মুখে বাগেরহাটের হাঁস প্রজনন খামার, ঝুঁকিতে বাচ্চা উৎপাদন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

নিরাপদ পানির সংকটে পড়েছে বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। লবণাক্ত ও আয়রনসমৃদ্ধ পানির কারণে ডিম থেকে হাঁসের বাচ্চা ফোটানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি ইনকিউবেটরসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা না হলে খামারের বাচ্চা উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরকারি উদ্যোগে ২০১৭ সালে যাত্রা শুরু করা এই খামারটি দক্ষিণাঞ্চলের হাঁস খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নিয়মিত ডিম ও অর্ধলাখের কাছাকাছি হাঁসের বাচ্চা উৎপাদনের মাধ্যমে এটি স্থানীয় খামারিদের জন্য ভরসার কেন্দ্র হয়ে উঠেছিল। তবে দীর্ঘদিন ধরে পানির সমস্যায় উৎপাদন ও অবকাঠামো—দুটিই ক্ষতির মুখে পড়েছে।

খামার কর্তৃপক্ষ জানায়, নলকূপের পানিতে অতিরিক্ত লবণাক্ততা ও আয়রনের কারণে শেডে মরিচা ধরছে, দেয়ালের পলেস্তারা খসে পড়ছে এবং ইনকিউবেটর ও কুলিং সিস্টেম বিকল হয়ে আছে। প্রায় আড়াই বছর ধরে একাধিক যন্ত্রাংশ অচল থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে।

বর্তমানে খামারে চায়না বেইজিং ও জিংডিং জাতের হাঁস পালন ও প্রজনন কার্যক্রম চালু রয়েছে। এখান থেকে উৎপাদিত বাচ্চা ও ডিম বাগেরহাটসহ আশপাশের উপজেলায় সরবরাহ করা হয়। স্থানীয় খামারিরা জানান, সরকারি মূল্যে মানসম্মত বাচ্চা পাওয়ায় তাদের খরচ কমে এবং আয়ের সুযোগ বাড়ে।

খামারের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে মিঠা পানির ব্যবস্থা করা গেলে একদিকে যেমন উৎপাদন স্বাভাবিক হবে, অন্যদিকে কোটি টাকার সরকারি যন্ত্রপাতিও রক্ষা পাবে। একই সঙ্গে খামারের নিরাপত্তা জোরদারে প্রহরী নিয়োগের দাবিও জানিয়েছেন তারা।

@bagerhat24.com