Logo
table-post
রামপালে হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালে  ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদি'র হত্যাকারীদের ফাসির দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় ফয়লাহাট চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামপালের বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির ডাকে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু। বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক খালিদ হাসান নোমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, উপজেলা এনসিপির সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল, মো. সাব্বির হোসেন, মো. আল আমিন শেখ, আজাদুর রহমান প্রমুখ। 

বিক্ষোভ অনুষ্ঠানে নেতৃবৃন্দ দ্যার্থহীনভাবে ঘোষণা দেন, অবিলম্বে খুনিদের সকলকে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। সকল জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করে দেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ সমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি ও বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাগেরহাট টুয়েন্টিফোর/ নিবির 

 

@bagerhat24.com