Logo
table-post
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা
শরণখোলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঘটণাটি ঘটেছে উপজেলার রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মজিদ মুন্সির ছেলে বাদল মুন্সি (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুম'আর নামাজ আদায় করতে নিহত বাদল মুন্সি মসজিদে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পুকুরের কিনারে ছিটকে পড়েন। পরবর্তীতে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ায় মোটর সাইকেল আরোহী জান্নাত আকন (২৫) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোটর সাইকেল আরোহী জান্নাত আকন একই উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের জলিল আকনের পুত্র।

বাগেরহাট টুয়েন্টিফোর/ নিবির

@bagerhat24.com