মোংলায় পৌর আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ আটক ৩
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় নাশকতা কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে মোংলা পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন সহ ৩ জনকে আটক করে মোংলা থানা পুলিশ।
"ডেবিল হান্ট ফেস টু অভিযানে বৃহস্পতিবার গভীররাতে মোংলা পৌরশহর সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায় , মোংলা পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, (৪৮) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হরিবর বৈরাগী (৪৫), সুন্দরবন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসরাফিল ফকির (৩৮) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে আওয়ামী লীগের সক্রিয় নেতা কর্মী হিসেবে পরিচিত।
মোংলা পৌর ও উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতা মুলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে আ.লীগের পৌর ও উপজেলার ৩ জন সক্রিয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আদালতের ওয়ারেন্ট ভুক্ত ( গ্রেপ্তারী পরোয়ানা) থাকায় এক জনকেও আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতের মাধ্যমে তাদেরকে শুক্রবার বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।
