Logo
table-post
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল
01/01/1970 12:00:00

পিরোজপুর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের টাউনক্লাব মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন সহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল ও পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবে। তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন এবং বিএনপির আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

@bagerhat24.com