চিতলমারীতে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৪৩) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় কুনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত জাহিদুল ইসলাম উপজেলার কুনিয়া গ্রামের মৃত মুনছুর আলী শেখের ছেলে। এদিন সকালে তাকে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
