Logo
table-post
শরণখোলায় সাবেক তাঁতীলীগ সভাপতি গ্রেফতার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় তাঁতীলীগের সাবেক সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলা সদর রায়েন্দা এলাকার পাঁচরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া জিয়াউল হাসান তালুকদার (৪৫) শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মোতাহার তালুকদারের ছেলে এবং পেশাগতভাবে একজন ঠিকাদার হিসেবে পরিচিত।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, একটি তদন্তাধীন মামলার সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

তবে পরিবারের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়েছে। তাদের দাবি, জিয়াউল হাসানের বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধুমাত্র রাজনৈতিক পরিচয় ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

ঘটনাটি স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে এবং গ্রেফতারের পেছনের প্রকৃত কারণ জানতে অপেক্ষা করছে এলাকাবাসী।
 

@bagerhat24.com