Logo
table-post
ফকিরহাটে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে প্রাক্ বড়দিন উৎসব পালিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে প্রাক্ বড়দিন উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় মুলঘর ইউনিয়নের কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের আয়োজনে প্রাক্ বড়দিন উদযাপন উপলক্ষে কেককাটা ও শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। 

প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুন হোসেন। 

এসময় রেভা: পাস্টর তপন বসু, পাস্টর আশিষ বিশ্বাস, পাস্টর বেনজামিন সরকার, অভিভাবক অনিমা মন্ডল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, শুভংকর বিশ্বাস, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, তমালিকা সরকারসহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এদিন ১০৩জন শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 

@bagerhat24.com