Logo
table-post
মোংলায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 
মোংলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ জামাল হোসেনকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মোংলা পৌর শহরের সিগন্যাল টাওয়ার এলাকায়  অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারকৃত মো. জামাল হোসেন (৫০) মৃত আশ্বাব আলীর ছেলে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায় , পৌর যুবলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জামাল । তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত। নিয়মিত মামলার অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

মোংলা থানার অফিসার ইনচার্জ  (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন,  আ.লীগ নেতা জামাল হোসেনকে  বিশেষ অভিযানে  গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।
 

@bagerhat24.com