Logo
table-post
যথাযোগ্য মর্যাদায় কচুয়ায় মহান বিজয় দিবস উদযাপন
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
কচুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে সকল সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সকাল ৯টায় সরকারি সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এরপর কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।


এছাড়া উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

@bagerhat24.com