Logo
table-post
শরণখোলায় রহস্যজনকভাবে যুবকের মৃত্যু, পুকুর থেকে লাশ উদ্ধার
01/01/1970 12:00:00

মোঃ শাহাদাত হোসাইন, শরণখোলা

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির হাওলাদার রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।

নিহতের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে সাব্বির চা খাওয়ার জন্য দোকানে যায়। পরবর্তীতে আর বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজা করা হলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। পূর্ব শত্রুতার কারণে ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নিহত সাব্বিরের বাবা। তিনি অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবী জানান।

নিহত সাব্বিরের পরিবার থেকে জানা যায়, ৫ই আগস্ট পরবর্তী সময়ে পুর্বশত্রুতার জেরে সাব্বিরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নিহত সাব্বিরকে বছর খানেক পূর্বে বাড়ির সামনে বসেই মারাত্মক জখম করে অভিযুক্ত প্রতিবেশী। পরিবারের সদস্যদের দাবি যে অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে তাতে স্পষ্ট যে সাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনের কাছে উক্ত ঘটনায় জড়িতদের শনাক্ত করে ফাঁসি কার্যকর করার দাবি জানায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, সকালে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে প্রকৃত কারন জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

@bagerhat24.com