ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাটাখালী শাখার গ্রাহক ও সুধী সমাবেশ
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফকিরহাট শাখার আয়োজনে এবং কাটাখালী বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠান সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কাটাখালী শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কাটাখালী বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের আউটলেটর মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফকিরহাট শাখার ম্যানেজার ও এ্যাসিসটেন্ট ভাইচ প্রেসিডেন্ট এমডি রহমাত উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মুরতাজা ফেরদৌস। ব্যাংকের ইনচার্জ মোঃ আরাফাত হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, আলহেরা আলীম মাদ্রাসার প্রভাষক গাজী মোহম্মদ শহীদুল্লাহ ও গাজী আব্দুর রহিম প্রমুখ।
সুধী সমাবেশ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মোহম্মদ ওয়ালিদ হাসান।
