Logo
table-post
ফকিরহাটে একাধিক মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার-২
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে একাধিক মাদক মামলার আসামী মাদককারবারী মো: তরিকুল ইসলাম রাসেল (৩৭) কে গ্রেপ্তার করেছে খুলনা মাদকদব্য নিয়ন্ত্রণ আইন এর বিশেষ গোয়েন্দা শাখার একটি দল। তাকে শনিবার সন্ধ্যায় উপজেলার ছোট বাহিরদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার রাসেল ছোট বাহিরদিয়া গ্রামের এস এম এ কাদেরের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে বলে পুলিশ জানিয়েছেন। 

অপরদিকে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জাড়িয়া কাহারডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মিলন গাজী (৪৬) কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার মিলন গাজী জাড়িয়া কাহারডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

@bagerhat24.com