মোরেলগঞ্জে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা
01/01/1970 12:00:00মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ
মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ’র নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদের নতেৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলেচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, থানার ওসি মাহমুদুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আকুঞ্জি মোহাম্মদ কায়কোবাদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গণেশ পাল।
