ফকিরহাট উপজেলা বিএনপি ও অংগসহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল চারটায় প্রতিবাদ মিছিলটি উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তা ফকিরহাট বাজার মধ্যকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড় ঘুরে ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম, যুগ্ম আহবায়ক কবীর আহমেদ, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম। প্রতিবাদ মিছিলে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ জিয়া, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোড়ল আতিয়ার রহমান, বেতাগা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা আরিফ, পিলজংগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, লকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলিবুদ্দিন, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মাহবুবুর রহমান সহ উপজেলার আটটি ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
